Khairulummah Foundation

আমাদের কার্যক্রম

খাইরুল উম্মাহ ফাউন্ডেশন সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে বহু মুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা মানবতার সেবায় নিয়োজিত হয়ে যেসব কার্যক্রম বাস্তবায়ন করি, তার একটি সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:

🌾 খাদ্য বিতরণ

দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রমজান মাস, কোরবানির সময় এবং দুর্যোগকালীন সময়ে এই কার্যক্রম আরও বিস্তৃত আকারে পরিচালিত হয়।

🧥 শীতবস্ত্র ও ঈদ উপহার

শীত মৌসুমে অসহায় মানুষদের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়। ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় এতিম ও গরীব শিশুদের মাঝে নতুন জামা-কাপড় ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

🕌 মসজিদ ও মাদ্রাসা নির্মাণ/সংস্কার

অঞ্চলভিত্তিক জরাজীর্ণ মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, নতুন স্থাপনা নির্মাণ, ছাদ ঢালাই, টাইলস বসানো, পানির ব্যবস্থা ইত্যাদি কাজে সহায়তা করা হয়।

🧒 এতিম ও পথশিশু সহায়তা

এতিম ও অবহেলিত পথশিশুদের জন্য খাবার, জামা-কাপড়, শিক্ষা উপকরণ ও মানসিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ গঠনে কাজ করা হয়।

🏥 ফ্রি মেডিকেল ক্যাম্প

দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই ক্যাম্পগুলো পরিচালিত হয়।

🎓 ইসলামিক শিক্ষা প্রসার

ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে মাদ্রাসায় কিতাব, কুরআন শরীফ, হাদীসের কিতাব, কলম-খাতা ইত্যাদি বিতরণ করা হয়। কোরআন শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগও নেওয়া হয়।

🆘 দুর্যোগকালীন সহায়তা

বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ, আশ্রয় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।


Fatal error: Uncaught TypeError: call_user_func(): Argument #1 ($callback) must be a valid callback, function "as_next_scheduled_action" not found or invalid function name in /home/khairulummah/public_html/wp-content/plugins/woocommerce/src/Internal/BatchProcessing/BatchProcessingController.php:554 Stack trace: #0 /home/khairulummah/public_html/wp-content/plugins/woocommerce/src/Internal/BatchProcessing/BatchProcessingController.php(554): call_user_func('as_next_schedul...', 'wc_schedule_pen...') #1 /home/khairulummah/public_html/wp-content/plugins/woocommerce/src/Internal/BatchProcessing/BatchProcessingController.php(86): Automattic\WooCommerce\Internal\BatchProcessing\BatchProcessingController->remove_or_retry_failed_processors() #2 /home/khairulummah/public_html/wp-includes/class-wp-hook.php(324): Automattic\WooCommerce\Internal\BatchProcessing\BatchProcessingController->Automattic\WooCommerce\Internal\BatchProcessing\{closure}('') #3 /home/khairulummah/public_html/wp-includes/class-wp-hook.php(348): WP_Hook->apply_filters(NULL, Array) #4 /home/khairulummah/public_html/wp-includes/plugin.php(517): WP_Hook->do_action(Array) #5 /home/khairulummah/public_html/wp-includes/load.php(1304): do_action('shutdown') #6 [internal function]: shutdown_action_hook() #7 {main} thrown in /home/khairulummah/public_html/wp-content/plugins/woocommerce/src/Internal/BatchProcessing/BatchProcessingController.php on line 554