Khairulummah Foundation

সবার জন্য কুরবানী তহবিলে দান করুন

কুরবানীর মাধ্যমে ত্যাগ ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিন! খাইরুল উম্মাহ ফাউন্ডেশন-এর কুরবানী প্রজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে তাজা গোশত পৌঁছে দিন। আপনার দেওয়া কুরবানী তাদের জন্য হতে পারে ঈদের সবচেয়ে বড় উপহার। সুন্নাহসম্মতভাবে কুরবানী ও বিতরণের জন্য আমাদের সাথে থাকুন।