Khairulummah Foundation

মাসিক অনুদান তহবিল

আপনারা মাসিক দানের মাধ্যমে নিয়মিত দানের অভ্যাস গড়তে পারেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “উঁচু (দাতা) হাত নিচু (গ্রহীতা) হাত অপেক্ষা উত্তম।” আপনার মাসিক অনুদানের মাধ্যমে আখিরাতের জীবন সমৃদ্ধ করতে পারেন। এই দান সমাজের সুবিধাবঞ্চিত অসহায়দের কল্যাণে ব্যয়িত হবে। আপনার দান সাদকায়ে জারিয়া হিসেবে গন্য হবে ইন শা আল্লাহ।