Khairulummah Foundation

পরিষেবার শর্তাবলী

স্বাগতম! আপনি যখন খাইরুল উম্মাহ ফাউন্ডেশন-এর ওয়েবসাইট (khairulummahfoundation.org) ব্যবহার করছেন, তখন আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট ব্যবহারের পূর্বে এই শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।


১. সেবার উদ্দেশ্য

এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হলো ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান, অনলাইন দান গ্রহণ, স্বেচ্ছাসেবক বা সদস্য রেজিস্ট্রেশন এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।


২. তথ্যের সঠিকতা

আমরা ওয়েবসাইটে উপস্থাপিত তথ্য সঠিক রাখার সর্বোচ্চ চেষ্টা করি। তবে কোনো তথ্য যদি অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হয়, তাহলে ফাউন্ডেশন দায়ী থাকবে না। দয়া করে দানের আগে আমাদের অফিসিয়াল নম্বর বা ইমেইলে যোগাযোগ করে নিশ্চিত হন।


৩. দানের শর্ত

  • ওয়েবসাইটে প্রদত্ত যেকোনো অনুদান স্বেচ্ছায় প্রদান করতে হবে।

  • দান একবার সম্পন্ন হলে তা ফেরতযোগ্য নয় (অথবা ফেরতের নীতিমালা আলাদাভাবে উল্লেখ করুন, যদি থাকে)।

  • প্রতিটি দান ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে ব্যয় করা হবে।


৪. সদস্যপদ ও নিবন্ধন

  • সদস্য হতে হলে নির্দিষ্ট ফর্ম পূরণ ও নির্ধারিত শর্তাবলী মেনে চলতে হবে।

  • ফাউন্ডেশন যেকোনো সময় সদস্যপদ বাতিল বা স্থগিত করার অধিকার রাখে, যদি কেউ শর্ত ভঙ্গ করে থাকেন।


৫. কপিরাইট ও মালিকানা

এই ওয়েবসাইটে থাকা সকল লেখা, ছবি, লোগো ও কনটেন্টের স্বত্বাধিকার খাইরুল উম্মাহ ফাউন্ডেশন-এর। অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা যাবে না।


৬. তৃতীয় পক্ষের লিঙ্ক

ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা সেই সাইটগুলোর কনটেন্ট বা নিরাপত্তার জন্য দায়ী নই।


৭. পরিবর্তনের অধিকার

খাইরুল উম্মাহ ফাউন্ডেশন যেকোনো সময় এই শর্তাবলী হালনাগাদ করতে পারে। পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহারের মানে হচ্ছে আপনি নতুন শর্তাবলী মেনে নিয়েছেন।


৮. যোগাযোগ

যেকোনো প্রশ্ন বা আপত্তি থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:

📧 ইমেইল: info@khairulummahfoundation.org
📞 ফোন: 01811448843